‘পাসপোর্ট অফিসের দুর্নীতি বন্ধ করতে হবে’


নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের সচিব মোঃ শহিদুজ্জামান বলেছেন, পাসপোর্ট মানুষের অধিকার। তাই পাসপোর্টের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে হবে। দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।


শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। তিনি আরো বলেন, আমি নতুন যোগ দেয়ার পরে পাসপোর্টের প্রধান অফিস পরিদর্শন করেছি। জেলা অফিস গুলোও পরিদর্শন করছি। ভবিষ্যতে পাসপোর্ট পেতে মানুষের ভোগান্তি শূন্যের কোঠায় আসবে।

তিনি জানান, দ্রুততার সাথে পাসপোর্ট প্রদানের জন্য সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রধান অফিসসহ জেলা অফিস গুলোতে বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে। তাছাড়া দালালমুক্ত পাসপোর্ট অফিস গড়তে জনগণের সচেতনতাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সচিব বলেন, অনলাইনে পাসপোর্ট আবেদনের হালনাগাদ তথ্য জানার বর্তমান পদ্ধতিকে আধুনিকায়ন করা হচ্ছে। এতে করে আগামীতে জেলা অফিসগুলোর স্বচ্ছতা আরো বাড়বে।

প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা উল্লেখ করে তিনি বলেন, এ সেক্টরের কোথাও কোনো অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, পাসপোর্ট অফিসের উপ-পরিচালক হাফিজুর রহমান।


শর্টলিংকঃ