‘পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত’


নিজস্ব প্রতিবেদক :

অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর একটি চৌকস বাহিনী হিসেবে পুলিশের ক্রমাগত উন্নয়ন সাধনে সরকার সদা সচেষ্ট। পুলিশের নতুন প্রজন্ম হিসেবে উন্নয়নের এই ধারাকে আরো বেগবান ও টেকসই করার ক্ষেত্রে অবদান রাখবে। পুলিশ যে কোনো চ্যালঞ্জ মোকাবেলায় প্রস্তুত।


আজ রোববার সকাল ১১ টার রাজশাহীর চারঘাটের শারদা পুশিশ একাডেমিতে অনুষ্ঠিত ৩৭ তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ সব কথা বলেছেন।

তিনি বলেন, দেশজুড়ে সন্ত্রাস মোকাবেলা, জঙ্গি দমন, উপকূলীয় এলাকায় জলদস্যু মুক্তিকরণ, মাদকের বিরুদ্ধে অভিযান চালনসসহ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণ ও গভীর আস্থা অর্জনের মাধ্যামে পুলিশকে আরো জনবান্ধব ও কার্যকর বাহিনীতে পরিণত করতে সচেষ্ট থাকবে।


শর্টলিংকঃ