ফের শ্রীলঙ্কায় বিস্ফোরণ


সারাদুনিয়া ডেস্ক :

শ্রীলঙ্কায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে আবার বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি বলে দেশটির পুলিশ জানিয়েছে। এনডিটিভি অনলাইনের খবরে এ কথা জানা গেছে।

 শ্রীলঙ্কায় আবার বিস্ফোরণ

এই দ্বীপরাষ্ট্রে গত রোববার ধারাবাহিক বোমা বিস্ফোরণে আজ পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৫০০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৯ জন বিদেশি নাগরিক। রোববার তিনটি গির্জা ও তিনটি বড় হোটেলে একযোগে বিস্ফোরণ ঘটে। ওই দিন খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে গির্জায় প্রার্থনা চলছিল। ওই সময় এসব বিস্ফোরণ ঘটে। ওই দিনই পরে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই বিস্ফোরণের ভয়াবহতা কাটতে না কাটতে রাজধানী কলম্বোর পূর্বাঞ্চলের পুগোডা এলাকায় আজ সকাল সাড়ে নয়টায় একটি বিস্ফোরণ হয়। পুগোডার ম্যাজিস্ট্রেটের আদালতের পেছনে একটি ফাঁকা জায়গায় বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় পুলিশের মুখপাত্র রুহান গুনাসেকেরা বলেন, ‘আদালতের পেছনে বিস্ফোরণ ঘটেছে। আমরা ঘটনার তদন্ত করছি।’

গুনাসেকেরা বলেছেন, রোববারের মতো এটি কোনো নিয়ন্ত্রিত বিস্ফোরণ নয়।


শর্টলিংকঃ