মুক্তি পেলেন রয়টার্সের পুলিৎজারপ্রাপ্ত সেই দুই সাংবাদিক


সারাদুনিয়া ডেস্ক :

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের খবর সংগ্রহের দায়ে প্রায় দেড় বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক।

ওয়া লোন এবং কিয়াও সো-ওও
পুলিৎজারপ্রাপ্ত রয়টার্সের সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সো-ওও

পুলিৎজারপ্রাপ্ত সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সো-ওও দেশটির প্রেসিডেন্টের ক্ষমায় মঙ্গলবার মুক্তি পান। বিশ্বব্যাপী নানা সমালোচনার পর তাদের মুক্তি পাওয়া স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্র একধাপ এগিয়ে যাওয়া বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত ১৫ এপ্রিল এই দুই সাংবাদিক সাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতি পুলিৎজার পুরস্কার পান। তার আগে কারাবন্দি রয়টার্সের দুই সাংবাদিকের সাজার বিরুদ্ধে আপিল আবেদন খারিজ করে দেন দেশটির সুপ্রিম কোর্ট।

সরকারি গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগে সাত বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তারা। মিয়ানমারে ১০ রোহিঙ্গাকে হত্যার ঘটনা তদন্ত করার সময় ২০১৭ সালের ডিসেম্বরে রয়টার্সের দুই সাংবাদিক ৩৩ বছর বয়সী ওয়া লোন এবং ২৯ বছর বয়সী কিয়াও সো-০ওও গ্রেফতার হন।


শর্টলিংকঃ