মোহাম্মদপুরে জঙ্গি আস্তানার কেউ বেঁচে নেই : র‌্যাব


ইউএনভি ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার মেট্রো হাউজিংয়ের একটি বাড়িতে জঙ্গি আস্তানার কেউ বেঁচে নেই। পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ। 

র‌্যাব

মুফতি মাহমুদ খান আরো বলেন, আস্তানার ভেতরে কেউ জীবিত নেই। অবিস্ফোরিত অবস্থায় ইমপ্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেজন্য বোম্ব ডিসপোজাল ইউনিট অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে। অবিস্ফোরিত আইইডিগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কমান্ডো টিম ও বোমা ডিস্পোজাল ইউনিট যাওয়ার পর চূড়ান্ত অভিযান শুরু হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকারসহ ২ জনকে আটক করা হয়েছে। আশপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।


শর্টলিংকঃ