যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছে চীন


ইউএনভি ডেস্ক:

এবার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক। বাণিজ্য নিয়ে এমনিতে দ্বন্দ্ব লেগেই আছে দুই দেশের। এখন নিরাপত্তা নিয়ে একে অপরকে দোষারোপ করেই যাচ্ছে বিশ্বের অন্যতম প্রধান দুই মোড়ল। আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির মাধ্যমে গোটা বিশ্বকেই হুমকির মুখে ফেলছে বলে পরস্পরকে দুষছে তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়,  রোববার সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তাবিষয়ক সম্মেলন ‘সাংগ্রি-লা ডায়ালগ’ ফোরামে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংগি যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা বিতর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেন মাথা না ঘামায়।


শর্টলিংকঃ