রাজপাড়া থানা আ.লীগের সা.সম্পাদক খিচ্চুর পাশে রাসিক মেয়র


সংবাদ বিজ্ঞপ্তি:

মহানগরীর রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসুস্থ্য শেখ আনসারুল হক খিচ্চুকে দেখতে গেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন
সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা পপুলার হাসপাতালে তাকে দেখতে যান মেয়র। এ সময় মেয়র তার চিকিৎসার খোঁজখবর নিয়ে সুস্থ্যতা কামনা করেন এবং সব সময় সার্বিক সহযোগিতা ও পাশে থাকা কথা জানান।

মস্তিষ্কে রক্তক্ষরণ জনিতে রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহানগরীর রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু। আজ রাত ১০টায় তার অপারেশন সম্পন্ন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এই অপারেশন করবেন।


শর্টলিংকঃ