রাবিতে তিন দিনব্যাপী পথনাট্য উৎসব শুরু


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী পথনাট্য উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাকসু ভবনের সামনে উৎসবের উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী।

সমকাল নাট্যচক্রের ৩৭ বছর পূর্তি উপলক্ষে এ নাট্য উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. রাকিব হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃৃন্দ।

সংগঠনটির বর্ষপূর্তি উপলক্ষে বেলা ১১টায় সেখান থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে মিলিত হয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ মিনার মুক্তমঞ্চে পথনাট্য শুরু হয়। তিন দিনব্যাপী পথনাট্য উৎসবে সমকাল নাট্যচক্র, রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা), তীর্থক নাটক, অ্যাসোসিয়েশন ফর কালচার অ্যান্ড এডুকেশন (এস) নাটক পরিবেশন করবে। আগামী শনিবার এই পথনাট্য উৎসব শেষ হবে।


শর্টলিংকঃ