রামেক হাসপাতালকে ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে ব্রিফিং বন্ধ


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীর করোনা ভাইরাস শনাক্তের পর হাসপাতালকে ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে নিয়মিত ব্রিফিং বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে হাসপাতালের ফটকে রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংকালে এ তথ্য জানানো হয়। গত ৩১ মার্চ থেকে রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিং করে আসছিলেন রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

রামেক হাসপাতালের করোনা নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ বলেন, ‘হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকা ৮০ বছর বয়সী একজন রোগী করোনা আক্রান্ত হয়েছেন। ফলে হাসপাতাল এলাকা এখন ঝুঁকিপূর্ণ। আগামীকাল (বুধবার, ২২ এপ্রিল) থেকে আর নিয়মিত ব্রিফিং করা হবে না। তবে সেটা অনলাইনে করা সম্ভব কিনা তা নিয়ে আলোচনা চলছে।’

তিনি আরও বলেন, ‘করোনা আক্রান্ত ওই রোগী জেলার বাঘা উপজেলার বাসিন্দা। জ্বর এবং প্রস্রাবের সমস্যা নিয়ে গত ১৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওই বৃদ্ধকে বুঝতে আমাদের কিছুটা দেরি হয়ে যায়। কারণ তিনি বাইরে থেকে আসা কারও সংস্পর্শে যাননি বলে জানিয়েছিলেন। ফলে তাকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। টেস্টে পজিটিভ আসার পর করোনা ওয়ার্ডে শিফট করা হয়েছে।’

ডা. আজাদ বলেন, ‘আক্রান্ত বৃদ্ধের স্ত্রী ও ছেলেকে রাজশাহী সংক্রমক ব্যাধি হাসপাতালে রাখা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এছাড়া রাজশাহীতে আক্রান্ত আরও ৭ জন রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা বেশ ভাল। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। শনাক্তের ১২ থেকে ১৪ দিন পর দ্বিতীয় দফায় তাদের নমুনা পরীক্ষা করা।’

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে হোসেন বাদশা, হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস প্রমূখ।

এর আগে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে হাসপাতালের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানে করোনা চিকিৎসায় হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানোর বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


শর্টলিংকঃ