শিবগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ববিরোধের জেরে সোহরাব আলী (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শিবগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত সোহরাব আলী

নিহত সোহরাব আলী উপজেলার চককির্ত্তি ইউনিয়নের লহালামারী (সাহেব নগর) গ্রামের মৃত কান্তু মন্ডলের ছেলে।

নিহতের ভাতিজা রিপন জানান, লহালামারী গ্রামের পূর্বে একটি হত্যা মামলাকে কেন্দ্র করে শুক্রবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রতিপক্ষের ধাওয়ায় পালাতে গিয়ে সোহরাব আলী পড়ে যায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে হামলাকারীরা।

পরে পুলিশের সহায়তায় সোহরাবকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। রামেকের ৩১নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাতে সোহরাব আলী মৃত্যু হয়।

জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, বিবাদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত হয় সোহরাব আলী। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাতে তিনি মারা গেছেন বলে জেনেছি। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


শর্টলিংকঃ