সম্পর্কে রহস্য থাকা ভালো:সারা


ইউএনভি ডেস্ক:

কার্তিক আরিয়ানের সঙ্গে সারা আলী খানের প্রেম বিচ্ছেদের খবর বেশ আলোচনায় আসে। সেই আলোচনা থেকে সবারই জানা আর একসঙ্গে নেই বলিউডের এই তারকা জুটি। এরপর থেকে বেশ কয়েকদিন তাদের দু’জনকে নিয়ে বিভিন্ন খবর প্রকাশ হয়। একদিকে সারা ব্রেকআপের কথা ভুলতে চলে যান ছুটি কাটাতে। অন্যদিকে নতুন সম্পর্কে জড়িয়েছে কার্তিক।—এমন সংবাদ শোনা যায়। তবে সম্প্রতি আবারো নতুন গুঞ্জন উঠেছে হয়েছে তাদের নিয়ে। শোনা যাচ্ছে আবারো পুরোনো সম্পর্ক জোড়া লেগেছে তাদের।

‘সম্পর্কে রহস্য থাকা ভালো:সারা

আগামী মাসে ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে সারা আলী খান ও কার্তিক আরিয়ান অভিনীত ইমতিয়াজ আলীর ছবি ‘লাভ আজকাল’। শেষ মুহূর্তে প্রোমোশনে কোথাও কোনো ফাঁক রাখছেন না সারা-কার্তিক।আধুনিক সময়ের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে সারা-কার্তিক মাঝেমধ্যেই শেয়ার করছেন বিটিএস ছবি এবং ভিডিও। শুক্রবার গভীর রাতেও তেমনই একটি ভিডিও শেয়ার করলে কার্তিক আরিয়ান। ক্যাপশনে লিখেছেন, ‘সাফল্যে সিঁড়ি বেয়ে ওঠার সময়ে।’

সারা ও কার্তিকের নতুন ছবি ‘লাভ-আজকাল’-এর প্রোমোশন জন্যই ইনস্টাগ্রামে সারা শেয়ার করেন কার্তিকের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ চ্যাট! যেখানে স্পষ্ট করে কার্তিক লিখেছেন, ‘জো তোমাকে কিছুতেই ভুলতে পারছি না!’ ইমতিয়াজ আলীর লাভ আজকাল ছবিতে সারার চরিত্রের নাম জো এবং কার্তিকের চরিত্রের নাম বীর। তবে এরমধ্য দিয়ে আবারো এক হয়েছে এই তারকা জুটি। এমনটাই গুঞ্জন রটেছে বলিউড পাড়ায়। সারা বলেন, ‘সম্পর্কে রহস্য থাকা ভালো। কার্তিকের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে সবাই এখন উদ্বিগ্ন। তাই মনে হয় এই রহস্য নিয়ে আর কথা না বলাই ভালো।’


শর্টলিংকঃ