সরকারি গম আত্মসাত : চেয়ারম্যান ও মহিলা মেম্বার গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:

সরকারি গম আত্মসাতের দায়ে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও  সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য  শাহানাজ পারভীনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়। বৃহস্পতিবার দুপুরে এক বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

দুদক সূত্রে জানা যায়, চলতি মাসের ৫ তারিখে  বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাটোর সদর থানার এস.আই মোস্তফা কামাল  ছাতনী ইউনিয়নের চেয়ারম্যানের দুঃসম্পর্কের নাতনী জামাই কোরবান আলীর  মাঝদিঘা-পূর্বপাড়া বাসায় অভিযান চালিয়ে সরকারি সিলমোহর সহ একশ বস্তা গম জব্দ করেন।

এ সময় উপস্থিত প্রায় শতাধিক নারী-পুরুষদের সামনে গমের বিষয়ে কোরবান আলী কে  জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, গমগুলো স্থানীয় মাঝদিঘা পূর্ব বিল খাল প্রকল্প এর জন্য বরাদ্দকৃত সরকারী গম।

খোঁজ নিয়ে জানা গেছে ,প্রকল্পটি স্থানীয় ছাতনী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য  শাহানাজ পারভীন এর নামে বরাদ্দ ছিল। ইউপি সদস্য  শাহানাজ পারভীন গমগুলো সরকারী কাজে ব্যবহার না করে পরবর্তীতে বিক্রয়ের শর্তে স্থানীয় ছাতনী ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এর নিকট হস্তান্তর করেন। পরে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তার দূর সম্পর্কীয় নাতনী জামাই  কোরবান আলীর বাসায় রাখতে দেন।

ঘটনার সাথে চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন ও সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শাহানাজ পারভীনসহ সরকারী কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে বলেও জানা যায়।

দুদক রাজশাহীর উপপরিচালক জনাব জাহাঙ্গীর আলম ইউনিভর্সাল নিউজকে জানান, অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের সিডিউলভুক্ত অপরাধ হওয়ায় নাটোর থানার  অফিসার ইনচার্জ জিডিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীতে প্রেরণ করলে সহকারী পরিচালক  নাজমুল হুসাইন বাদী হয়ে উক্ত দুই জন আসামীসহ মোট ০৩ জনের বিরুদ্ধে ৪২০/৪০৯/১০৯ দন্ডবিধি তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা রুজু করেন।

বৃহস্পতিবার সকালে মামলাটির তদন্তকালে সহকারী পরিচালক নাজমুল হুসাইন নাটোর সদর থানা পুলিশের সহযোগিতায়  চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও  সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য  শাহানাজ পারভীনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।


শর্টলিংকঃ