সামাজিক দূরত্ব না মানায় জরিমানা গুনলেন রোমানিয়ার প্রধানমন্ত্রী


ইউএনভি ডেস্ক:
সামাজিক দূরত্ব না মানায় রোমানিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা করা হয়েছে। একটি সরকারি ভবনের ভেতরে ধূমপান এবং বৈঠকে সামাজিক দূরত্ব না মানায় তাকে প্রায় ৬শ ডলার জরিমানা গুনতে হচ্ছে। খবর আল জাজিরা।

সামাজিক দূরত্ব না মানায় জরিমানা গুনলেন রোমানিয়ার প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী লুডোভিক অরবানের ওই বৈঠকে বেশ কয়েকজন মন্ত্রী এবং অন্যান্য সদস্যরা সামাজিক দূরত্ব মেনে চলেননি।রোমানিয়ার গণমাধ্যমে প্রধানমন্ত্রীর একটি ছবি প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে থাকা লোকজন বসে আছে।

তাদের সামনে একটি টেবিলে বেশ কয়েকটি মদের বোতল এবং অন্যান্য খাবার রাখা আছে। তাদের সে সময় ধূমপান করতে গেছে।সেখানে থাকা লোকজনের মধ্যে কেউই মুখে মাস্ক পরা ছিলেন না এবং তাদের মধ্যে কোনো দূরত্বও ছিল না।এদিকে প্রধানমন্ত্রী অরবান বলছেন, এই ছবিটি গত ২৫ মে তারিখে তার জন্মদিনে তোলা।

সেখানে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থনীতি বিষয়ক মন্ত্রীকেও উপস্থিত থাকতে দেখা গেছে।রোমানিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ১৩৩ জন। এর মধ্যে মারা গেছে ১ হাজার ২৫৯ জন।


শর্টলিংকঃ