সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : তথ্যমন্ত্রী


ইউএনভি ডেস্ক:

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণের ঘোষণাকে স্বাগত জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গঠনের পর বাংলাদেশে অতীতে যেসব সিটি করপোরেশন নির্বাচন হয়েছে সেগুলো সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে। আমরাও বেশকিছু সিটি করপোরেশনের নির্বাচনে কিন্তু হেরেছিলাম। কিছু কিছু ক্ষেত্রে বিএনপির জয় হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে।’

মন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস নির্বাচন কমিশন অত্যন্ত নিরপেক্ষভাবে ও স্বাধীনভাবে কাজ করছে। সেই কারণে বিগত অনেক নির্বাচনেও আমরা পরাজিত হয়েছি। সুতরাং নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ সেটা বরাবরের অভিযোগ। এগুলো গৎবাঁধা অভিযোগ, নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও অবাধ হবে।’

দুই সিটি করপোরেশনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কারা হচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে বলার এখনই সময় আসেনি। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সেগুলো নির্ধারণ করবে।’

বিএনপি ও ঐক্যফ্রন্টের আন্দোলন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাছান বলেন, ‘তারা তো আন্দোলনের মধ্যেই আছে। খালেদা জিয়া ২০১৫ সালে যে অবরোধ ঘোষণা করেছিলেন সেই অবরোধ কিন্তু এখনো তিনি প্রত্যাহার করেননি। তাদের আন্দোলনের নমুনা আমরা দেখেছি এবং তাদের আন্দোলনের শক্তি সামর্থ সম্পর্কে জনগণ জানে।’


শর্টলিংকঃ