৪ দিনের ব্যবধানে ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ কয়েক অঞ্চল


ইউএনভি ডেস্ক:

মাত্র চারদিনের ব্যবধানে ফের রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে মিয়ানমারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। রোববার দুপুর ২টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪১ কিলোমিটার দূরে। তবে ঢাকাসহ খাগড়াছড়ি, কুমিল্লা, কক্সবাজার এবং সিলেটে মৃদুভাবে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, মিয়ানমারের সাগাইং, মনিওয়া থেকে ৯৮ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ১০৭ কিলোমিটার।

এর আগে গত ২৯ মে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪।

 


শর্টলিংকঃ