পাবনা প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুরে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে নিহত পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে তানভীর রহমান তন্ময় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ঘটনার পর থেকে হত্যাকারীদের চিহ্নিত করতে তৎপর পুলিশ। আমরা ঘটনাস্থলের আশেপাশে থাকা বক্তিদের সঙ্গে কথা বলেছি। পরিবারের সদস্য ও স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গেও আলোচনা করছি। হত্যাকান্ডের ক্লু উদ্ধারে পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে।
পাবনার এএসপি (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বলেন, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যায় পুলিশের তদন্ত চলছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শিগগিরই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
জানা যায়, গত বুধবার (৬ ফেব্রুয়ারি) রূপপুর বিবিসি বাজারসংলগ্ন এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে নিহত হন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম।