বাগমারা প্রতিনিধি :
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় ঘটাতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আগামী ১০ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ের বিকল্প নেই।

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন প্রদান প্রদান করেছেন তাকে বিজয়ী করতে হবে। দেশের উন্নয়ন আরো গতিশীল করতে উপজেলা সহ তৃণমূলে সকল পর্যায়ে আ’লীগের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে হবে। আ’লীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন সংগঠিত হয়েছে। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতৃবৃন্দের আহ্বান জানান। বাগমারার আপামর জনগোষ্ঠির উন্নয়নে নৌকায় ভোট প্রদান করুন’।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, চেয়ারম্যান আয়েন উদ্দীন, আজাহারুল হক, আব্দুল হাকিম প্রামানিক, তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি মুনছুর মৃধা, বাইসচেয়ারম্যা প্রার্থী আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী প্রমুখ।