গাড়ি থেকে নেমে আহত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন এনামুল এমপি


বাগমারা প্রতিনিধি :

শনিবার সকাল ৮ টা ৪০ মিনিট। বাড়ি থেকে প্রতিদিনের মতো স্কুলের ব্যাগ ঘাড়ে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন সাত বছরের শিশু সিয়াম সরদার। বাড়ি থেকে বেরিয়ে শংকরপৈ মোড়ে উঠতেই পেছন থেকে  দ্রুতগতির একটি মোটরসাইকেল তার দিকেই ধেয়ে আসে। এসময় আত্মরক্ষায় সে দৌড় দিলে পাকা রাস্তার উপরে পড়ে যায়।  এতে মাথায়  প্রচণ্ড আঘাত পায় ।

আহত শিশুর পাশে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি

এসময় ওই রাস্তা দিয়ে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।  ঘটনাটি জানতে পেরে দ্রুত গাড়ি থামিয়ে নেমে পড়েন তিনি। তাঁর গাড়িতে থাকা পানি দিয়ে সিয়ামের মাথা থেকে বের হওয়া রক্ত ধূয়ে দেয়ার চেষ্টা করেন। সেই সাথে তাঁর গাড়ি বহরে থাকা বাগমারা থানার পুলিশের গাড়িতে সিয়ামকে তুলে দিয়ে চিকিৎসার জন্য দ্রুত চিকিৎসকের নিকটে পাঠান।  তার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাও দেন তিনি।

আহত সিয়াম বাগমারা উপজেলার মচমইল রাখাল দাশ বিদ্যানিকেতনে কেজিতে লেখাপড়া করে। তার বাড়ি উপজেলার শংকরপৈ গ্রামে। পিতার নাম ফরহাদ হোসেন।


শর্টলিংকঃ