কবর খুঁড়ে একের পর এক কঙ্কাল চুরি


ইউএনভি ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই ইউনিয়নে কবর খুঁড়ে দুটি কঙ্কাল চুরি ঘটনা ঘটেছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে ইউনিয়নের খামারপাড়া গ্রামের তমছের আলীর পারিবারিক কবরস্থান থেকে এ চুরির ঘটনা ঘটে।

কবর খুঁড়ে কঙ্কাল চুরি।

জানা গেছে, রাতের কোনো এক সময় ওই গ্রামের মৃত তমছের আলীর পারিবারিক কবরস্থান থেকে তমছের আলী ও ছেলে ফজল মিয়ার স্ত্রী আল্লাদি বেগমের কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে।

পরে রোববার (১০ ফেব্রুয়ারি) সকালে এলাকাবাসী কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের ওপর হাতের একটি কবজি পড়ে থাকতে দেখে। এ সময় তারা দেখতে পায় দুটি কবর খুড়ে কঙ্কাল চুরি করা হয়েছে। প্রায় দুই বছর আগে তমছের আলী ও তার পুত্রবধূ আল্লাদি বেগম মারা গেলে তাদের ওই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

একই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম আজাদ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১০ ডিসেম্বর রাতে একই উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভূল্যা সামাজিক কবরস্থানের কবর খুড়ে তিনটি কবরের কঙ্কাল চুরি ঘটনা ঘটে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, দুর্বৃত্তরা কবর খুড়ে দুটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এর কয়েকদিন আগেও কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


শর্টলিংকঃ