নওগাঁ সীমান্তে দেড়’শো বোতল ফেনসিডিল উদ্ধার


নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি-১৪ এর সদস্যরা। রোববার সকালে সীপাইপাড়া এলাকা থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।

নওগাঁ সীমান্তে উদ্ধারকৃত মাদকদ্রব্য।

বিজিবি জানায়, বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ শীতলমাঠ বিওপি’র টহল কমান্ডার সুবেদার রহমত উল্লাহের নেতৃত্বে টহলদল সীমান্ত পিলার ২৫৫ হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আদিবাসীপাড়া নামক এলাকায় অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে মাদক কারবারি পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। যার সিজার মূল্য ৫৮ হাজার  টাকা ।

বিজিবি-১৪ পত্নীতলায় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী উদ্ধারকৃত মাদকদ্রব্য পরে জনসম্মুখে ধ্বংস করা হবে।


শর্টলিংকঃ