ইউএনভি ডেস্ক :
গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বরিয়াবহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কবির হোসেন (৩০) ও জিল্লুর রহমান (৩২)।

কালিয়াকৈর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার জানান, ওই এলাকায় শুক্রবার দিবাগত রাতে পাঁচ চোর গরু চুরি করতে যায়। এ সময় তারা ওই এলাকার দুটি বাড়ি থেকে ৬টি গরু চুরি করে।
পরে আরেক বাড়িতে গরু চুরি করতে গেলে ওই বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে স্থানীয়রা এসে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতদের লাশ থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।