চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আগুন দিয়ে পুড়িয়ে ও বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট মো. নাজমুল হোসেনের তত্বাবধানে এসব মাদক ধ্বংস করা হয়।

চাপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।   ছবি- ইউনিভার্সাল২৪নিউজ

ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৮ হাজার ১২৪ বোতল ফেনসিডিল, ২০ হাজার ৫৩৫ পিস ইয়াবা, ১ কেজি ৫০৪ গ্রাম হেরোইন, ৩৭৯ লিটার চোলাই মদ, ১ কেজি ৫৮১ গ্রাম গাঁজা, ১৩ বোতল বিদেশি মদ, মদ তৈরির উপকরন দুইশ’ মি.লি, ৯১টি আ্যাম্পুল নেশার ইনজেকশন ও ১০টি গাঁজার গাছ।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. শহীদুল্লাহ জানান,বিভিন্ন সময় জেলার ৫টি থানা এলাকায় পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এসব মাদকদ্রব্য জব্দ করে। এগুলি নিষ্পতিকৃত ও চলমান বিভিন্ন মামলার আলামত (নমুনা রক্ষিত) বলেও জানান তিনি।


শর্টলিংকঃ