রাজধানীর চকবাজার এলাকার রাজ্জাক ভবনে বুধবার রাতে ভয়াবহ আগুন লাগে। এই আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে। আগুনে বহু লোক হতাহত হয়েছে। পুড়ে ছারখার হয়েছে মানুষ, ভবন, দোকানপাট, আসবাব, গাড়িসহ নানা সরঞ্জাম। দেখে মনে হয়, এ যেন এক পোড়া জনপদ।
ছবিতে দেখুন চকবাজারের চুড়িহাট্টির আগুনের ভয়াবহতা:
পুড়ে যাওয়া লাশের সারি..। কোনো এক পথচারির মরদেহ। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে হয়তো পথিমধ্যে পুড়ে অঙ্গা হয়েছেন।
পুড়ে যাওয়া ভবনের মসজিদ সংলগ্ন পাশের দৃশ্য
আগুনে পুড়ে যাওয়া রাজ্জাক ভবনের গলিতে ধ্বংসস্তূপ। ঘটনার সময় গলিজুড়ে রিকশা, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে ঠাসা ছিল পুরো গলিজুড়ে