ঢাকার ভাসানটেকে বস্তিতে আগুন, পুড়েছে দেড়শ’ ঘর


ইউএনভি ডেস্ক :

মিরপুর ১৪ নম্বরের ভাসানটেক থানার জাহাঙ্গীর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় দেড় শ ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানা যায়।

আগুনের সূত্রপাত কীভাবে, এ ব্যাপারে এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ জানতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ভাসানটেক থানার জাহাঙ্গীর বস্তিতে রাত দেড়টায় লাগা আগুন একপর্যায়ে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, বুধবার রাত দেড়টায় আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। পর্যায়ক্রমে বাকি ইউনিটগুলোকে যুক্ত করা হয়।

সিআরপি হাসপাতালের পাশের ওই বস্তিতে হাজারো বাসিন্দা রয়েছে বলে স্থানীয় রোকন উদ্দিন নামের একজন জানিয়েছেন। কীভাবে আগুনের সূত্রপাত, তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেননি।

ভাসানটেক থানার উপপরিদর্শক আবু জাফর তালুকদার মা‌নিক জানান, ব‌স্তি‌টি‌তে বহু মানুষের বাস। আগুন লাগার পর বিপুলসংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে আসে।


শর্টলিংকঃ