পাবনা প্রতিনিধি :

পুলিশ সপ্তাহ উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে স্থানীয় পৌর মিলনায়তনের সামনে পথসভায় মিলিত হয়।
পথ সভায় বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, সাংবাদিক আব্দুল মতীন খান প্রমূখ।

বক্তারা সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে সকল মহলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার আহবানসহ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আহবান জানান।