নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাজশাহী আসছেন।বেলা ১১টায় প্রধানমন্ত্রীর রাজশাহী সেনানিবাসে পৌঁছানোর কথা রয়েছে। বেলা সাড়ে ১১টায় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৭, ৮, ৯ এবং ১০ বীর’র ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে।

সেনানিবাসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীর রেজিমেন্টের চারটি ব্যাটালিয়নকে জাতীয় পতাকা (ন্যাশনাল স্টান্ডার্ড) তুলে দেবেন এবং প্যারেড পরিদর্শন করবেন।এদিন রাজশাহীতে তার আর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই।
এদিকে, রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার থেকে আরএমপির প্রতিটি থানা এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।
এর আগে গত বছরে ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।