ক্রীড়া ডেস্ক :
হঠাৎ করে ইনজুরিতে পড়েছেন অলরাউলন্ডার সাকিব আল হাসান। বাঁ-হাতের অনামিকায় চোট পেয়েছেন তিনি। আর এই ইনজুরিতেই শেষ হয়ে গেছে তার নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ।

বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ জানিয়েছেন, সাকিবের আঙ্গুলের চোটের এক্সরে করা হয়েছে। এক্সরে রিপোর্টে জানা গেছে, তার বাঁ-হাতের অনামিকায় চিড় ধরেছে। এই ইনজুরি সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।
শুক্রবার রাতে বিপিএলের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে অবশ্য সাকিব তার ইনজুরি নিয়ে কোনো কিছু জানাননি। তার এই চোট সম্পূর্ণ নতুন।
জানা গেছে, বিপিএলের গত শুক্রবারের ফাইনালে ফিল্ডিংয়ের সময় অনামিকায় চোট পান সাকিব। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের বাকী সদস্যদের সঙ্গে সাকিবের শনিবার রাতে নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিলো। এখন সেই সফর সাকিবের বাতিল।
আঙ্গুলের চিকিৎসার আপতত সমাধান দেশের মাটিতে করবেন সাকিব। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ নেপিয়ারে ১৩ ফেব্রুয়ারি শুরু হবে। সাকিব তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করছেন, সেইসঙ্গে টেস্ট সিরিজও মিস করার আশঙ্কা রয়েছে তার।