মাদক প্রতিরোধে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে: লিটন


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, খেলাধূলায় পারে মাদক থেকে যুবকদের বিরত রাখতে। তাই ক্রীড়া ও সাংষ্কৃতিক চর্চা বাড়াতে হবে। যুবকদের খেলাধূলায় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী করতে সব ধরনের সহযোগিতা অব্যহত থাকবে।

কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন মেয়র

রাজশাহী নগরীর ১৯ নং ওয়ার্ডে ‘প্রথম কাউন্সিলর কাপ নাইট ক্রিকেট টুর্নামেন্টে-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। এর আগে তিনি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর হক সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ বাবু, জোন-৭ কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি।

ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধণ করেন মেয়র

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী শাকিল আহম্মেদ আরমান, জান্নাতুল ফেরদৌস শওকত, ১৯ নং ওয়ার্ড (দ.) আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মঞ্জু ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পরিচালনাকারী বুলেট, তারেক,আসফাক,সুজন, মিঠুন প্রমূখ।


শর্টলিংকঃ