নির্মাণকাজের মান যাচাইয়ে হাম্বল হাতে মেয়র লিটন


নিজস্ব প্রতিবেদক:

নগরীর ড্রেনেজ নির্মাণকাজ পরিদর্শনকালে কাজের গুণগত মান যাচাই নিজেই হাতুড়ি এবং হাম্বল মারেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।পরে তিনি কাজের অগ্রগতির বিষয়েও সার্বিক খোঁজ-খবর নেন।

ড্রেনেজ নির্মাণ কাজ পরীক্ষা করে দেখতে হাম্বল মারছেন মেয়র লিটন

রাজশাহী নগরীর ২১ নং ওয়ার্ডের বাস স্ট্যান্ড এলাকার ড্রেনেজ নির্মাণকাজ পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার দুপুরে এ কাজ পরিদর্শনে যান মেয়র।

জানা গেছে, মহানগরী শহীদ এএইচএম কামারুজ্জামান বাস স্ট্যান্ড ও শিরোইল বাস স্ট্যান্ড এলাকায় ড্রেন নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। দুপুরে ওই এলাকায় ড্রেনেজ নির্মাণকাজ পরিদর্শন করেন মেয়র।পরিদর্শনকালে নির্মাণ করা ড্রেনের ওপর হাতুড়ি এবং হাম্বল মেরে কাজের মান যাচাই করেন মেয়র। এছাড়া কাজের গুনগত মান ও অগ্রগতির বিষয়ে সার্বিক খোঁজখবর নেন তিনি।

ড্রেনেজ নির্মাণ কাজের মান যাচাইয়ে হাতুড়ি হাতে মেয়র

এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কামাল হোসেন রবি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্বাস আলী, আওয়ামী লীগ নেতা আনাল পারভেজ লুলু, কবির হোসেন, মাসুদ রানা প্রমূখ।


শর্টলিংকঃ