মোহনপুর প্রতিনিধি:
রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় ৬ শো ৩৮ পিস ইয়াবাসহ আকাশ হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।

রোববার দুপুরে উপজেলার বজরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় আকাশের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি জেলার তানোর উপজেলার জিওল চাঁনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।