রাবিতে উপন্যাস ‘মৌর্য’র মোড়ক উন্মোচন


রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যায়ে (রাবি) কথাসাহিত্যিক আবুল কাশেমের ইতিহাস নির্ভর উপন্যাস মৌর্য’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

রাবিতে আবুল কাশেমের উপন্যাস মোর্য’র মোড়ক উন্মোচন করেন হাসান আজিজুল হকসহ অতিথিবৃন্দ।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক সনৎকুমার সাহা।

উপন্যাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কবি অধ্যাপক জুলফিকার মতিন, উপন্যাসের লেখক আবুল কাশেম ও প্রকাশক মাজহারুল ইসলাম। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আবুল কাশেমের অধিকাংশ লেখাই ইতিহাস নির্ভর। মৌর্য উপন্যাস তার অন্যতম উদাহরণ। এই উপন্যাসে চন্দ্রগুপ্ত যুদ্ধে গ্রিক সম্রাট সেলুকাসকে পরাজিত করে তার কন্যা হেলেনকে বিয়ে করার গল্পের আড়ালে লেখক ভারতবর্ষ ও গ্রিসের নানা যুদ্ধবিগ্রহ, কৃষ্টি, সংস্কৃতি, কূটনীতি, রাজনীতি, প্রেম ও আধ্যাত্মিক শক্তির বাস্তব ও মানবীয় দিকের অবতারণা করেছেন।

এছাড়াও ভারতবর্ষ ও গ্রিসের ইতিহাস-ঐতিহ্যের মেলবন্ধন ফুটিয়ে তুলেছেন।

প্রতিনিধি/আ.


শর্টলিংকঃ