আজ পুলিশের ‘ট্যাকটিক্যাল বেল্ট’ উদ্বোধন করবেন আইজিপি


ইউএনভি ডেস্ক:

বাংলাদেশ পুলিশে সংযোজন করা হচ্ছে ট্যাকটিক্যাল বেল্ট। ছয় চেম্বারের আধুনিক এই ট্যাকটিক্যাল বেল্টেই থাকবে পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবেল ব্যাটন, পানির পটসহ প্রয়োজনীয় সবকিছু।

আজ মঙ্গলবার সকালে ‘ট্যাকটিক্যাল বেল্ট’ সংযোজন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি ও সিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের জন্য সর্বাধুনিক অপারেশনাল গিয়ার এই বেল্ট দেয়া হবে।

জানা গেছে, দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত থাকবে সম্পূর্ণ খালি। অস্ত্র-গুলিসহ বাকি সব থাকবে এই বেল্টে। এতে বিপদগ্রস্ত মানুষের যেকোনো প্রয়োজনে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিতে পারবেন তারা। আবার অপরাধীকে দ্রুত ঘায়েল করতে ট্যাকটিক্যাল বেল্টে থাকা প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করতে পারবেন অনায়াসেই।


শর্টলিংকঃ