আর্মেনিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক!


ইউএনভি ডেস্ক:

বিতর্কিত অঞ্চল নাগরনো-কারাবাখ নিয়ে দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘাত চলছে। এরই মধ্যে আর্মেনিয়া দাবি করছে, তুরস্কের যুদ্ধবিমানের গুলিতে আর্মেনীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। খবর-বিবিসি।


আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্মেনিয়ার আকাশসীমায় তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমানের হামলায় সোভিয়েতের তৈরি সুখোই-২৫ যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন। এই সংঘার্তে আজারবাইজানকে সমর্থনকারী তুরস্ক এই দাবি অস্বীকার করেছে। তৃতীয় দিনের মতো চলা সংঘাতে অনন্ত ১০০ জন নিহত হয়েছেন।

একসময় আর্মেনিয়া ও আজারবাইজান– উভয় দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশ দুটি স্বাধীন হয়। তার পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত চার দশক ধরে বিরোধে জড়িয়ে আছে দুই প্রতিবেশী।

রোববার বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। এই সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে।


শর্টলিংকঃ