ইতালি ফেরত প্রবাসীর মৃত্যু, নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর


ইউএনভি ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০টার দিকে এই প্রবাসী মৃত্যুবরণ করেন। তার বয়স প্রায় ৩০ বছর। ভৈরব উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব বুলবুল আহমেদ এ তথ্য জানান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না জানতে সোমবার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

ইতালি ফেরত প্রবাসীর মৃত্যু, নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর

তিনি ২৬ ফেব্রুয়ারি দেশে আসেন। দেশে আসার পর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পর্যায়ক্রমে দুটি বেসরকারি হাসপাতাল আবেদিন জেনারেল হাসপাতাল ও ডক্টরস চেম্বারে তাকে চিকিৎসা দেয়া হয়।চিকিৎসা নেওয়া দুটি বেসরকারি হাসপাতাল ও আশপাশের ১০টি বাড়িতে চলাচল সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা লুবানা ফারজানা।

আরোও পড়ুন:ইতালিতে একদিনে আরও ৬৫১ জনের মৃত্যু

উল্লেখ্য বাংলাদেশে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এতে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৭জনে। রবিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।


শর্টলিংকঃ