ইভা আত্নহননের ১৮ দিনেও আটক হয়নি মূল হোতা


পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় দুলাভাইয়ের ধর্ষণের শিকার ইভা খাতুনের আত্নহত্যার ১৮ দিন পেরিয়ে গেলেও মুল আসামিকে এখনো আটক করতে পারেনি থানা পুলিশ। ভূক্তভোগী পরিবারের অভিযোগ আসামীরা মাঝে মধ্যে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশের চোখে তারা পলাতক। এ ঘটনায় সুষ্ঠ বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ওই পরিবার।

ভূক্তভোগীর পিতা ভ্যান চালক সেলিম হোসেন বলেন, আমার মেয়েটি অনেক মেধাবী ছিল। সে এ বছর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। বোনের বাড়ি বেড়াতে গিয়ে কিশোরী মেয়েটির এতো বড় সর্বনাশ হবে ভাবতেও পারিনি। মেয়েটি লোকলজ্জায় শেষ পর্যন্ত আত্নহত্যা করলো। যার করণে সে আত্নহত্যা করলো তাকে পুলিশ এখনো আটক করতে পারেনি।

শুনেছি আসমি মাঝে মধ্যে এলাকায় ঘুরাফেরা করে। আমি গরীব মানুষ তাই হয়তো মেয়ে হত্যাকারীদের সঠিক বিচার পাবো কিনা জানি না। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, মামলার তদারকিতে পুলিশের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই। ঘটনার রাতে আমরা মামলার একজন আসামিকে আটক করেছি। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ইভা খাতুন (১২) উপজেলার হলহোলিয়া গ্রামে সদ্য বিবাহিতা বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। সে সুযোগে দুলাভাই এখলাস আলী জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করে। পরে সে রামজীবনপুর গ্রামের নিজ বাড়ি ফিরে লোকলজ্জায় গত ৯ এপ্রিল দুপুরে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ধর্ষক দুলাভাই তার পিতা ও মাতাকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার দিন রাতে দুলাভাইয়ের মা জরিনা বেগম (৪৮) কে আটক করলেও বাকিরা পলাতক রয়েছে।


শর্টলিংকঃ