উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে দেখা দিয়েছে বন্যা


ভারি বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে দেখা দিয়েছে বন্যা।

এরইমধ্যে সুরমা, সারিগোয়াইন, সোমেশ্বরী, কংস, সাঙ্গু, মাতামুহুরী ও তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এছাড়া যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানিও বেড়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। দুর্গত অনেক এলাকায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। সেইসঙ্গে ভারি বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিকে, লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাবাহিত হচ্ছে। পানি বন্দি হয়ে পড়েছে কমপক্ষে দু’হাজার পরিবার। এছাড়া গাইবান্ধায় সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে।


শর্টলিংকঃ