উপকূলে রাডার সিস্টেম বাংলাদেশের নিয়ন্ত্রণে


ইউএনভি ডেস্ক:

‘নন-ট্র্যাডিশনাল সিকিউরিটি থ্রেট’ বা অপ্রথাগত নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার লক্ষ্যে উপকূলীয় এলাকায় নজরদারি ব্যবস্থা বসাবে বাংলাদেশ। গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘এমওইউ অন প্রভাইডিং কোস্টাল সার্ভিলেন্স সিস্টেম’ অর্থাৎ উপকূলীয় নজরদারি ব্যবস্থা প্রদানবিষয়ক এমওইউ শীর্ষক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।


ওই এমওইউর আওতায় ভারত বাংলাদেশকে উপকূলীয় এলাকায় নজরদারির সরঞ্জাম দেবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ ধরনের সরঞ্জাম চীন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ থেকে কিনতে পারত বাংলাদেশ। কিন্তু ভারত ওই নজরদারি সরঞ্জাম বাংলাদেশের কাছে বিক্রি নয় বরং মঞ্জুরি হিসেবে দেবে। ঠিক কয়টি নজরদারি সরঞ্জাম বা রাডার ভারত বাংলাদেশকে দেবে তা এখনো ঠিক হয়নি। আগামী দিনে এটি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক কালের কণ্ঠকে বলেন, ভারত কেবল নজরদারি সরঞ্জাম দেবে। কিন্তু এর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের হাতে। বাংলাদেশ ও ভারত নিজ নিজ উপকূলীয় নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রাপ্ত তথ্য বিনিময় করবে। এতে ভারতের তথ্যও বাংলাদেশ পাবে।


শর্টলিংকঃ