এবার ককপিটের জানালায় ফাটল, জাপানি বোয়িংয়ের জরুরি অবতরণ


ইউএনভি ডেস্ক:

জরুরি অবতরণ করেছে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি বোয়িং। এটি ছিল অভ্যন্তরীণ ফ্লাইট। শনিবার বোয়িং ৭৩৭-৮০০ প্লেনটির ককপিটের জানালায় ফাটল দেখা যাওয়ায় এটি জরুরি অবতরণ করে।জানা গেছে, ফ্লাইটটি জাপানের তোয়ামা বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু ককপিটের জানালার চার স্তরের বাইরের অংশে ফাটল দৃশ্যমান হওয়ায় সাপ্পোরো-নিউ চিটোস বিমানবন্দরে অবতরণ করে।

এয়ারলাইনের এক মুখপাত্র জানান, ৫৯ জন যাত্রী ও ছয় কর্মীর সবাই ভালো আছেন। কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।তিনি আরও জানান, ফ্লাইটের নিয়ন্ত্রণকে প্রভাবিত করতে পারে এমন কিছু ওই ফাটলে ছিল না। তারপরও সতর্কতা ব্যবস্থা হিসেবে জরুরি অবতরণ করা হয়।এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা, যার সঙ্গে এভিয়েশন জায়ান্ট বোয়িং জড়িত রয়েছে।

সপ্তাহ খানেক আগে মাঝ আকাশে যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটের দরজা খুলে পড়ে যায়। বোয়িং ৭৩৭-৯ ফ্লাইটটি ১৭৪ জন যাত্রী ও ছয় কর্মী নিয়ে পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এর আগে এটি ১৬ হাজার ফুট উপরে উঠেছিল। তারপর থেকে যুক্তরাষ্ট্রে ব্যাপক সংখ্যক বোয়িং প্লেন বসিয়ে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে প্লেনগুলোতে কিছু ত্রুটি পাওয়া গেছে।

অতীতে বিশ্বব্যাপী বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট বসিয়ে রাখার মতো ঘটনা ঘটেছে। ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ায় একটি দুর্ঘটনায় ১৮৯ জন এবং এর পাঁচ মাস পর ইথিওপিয়ায় অন্য একটি দুর্ঘটনায় ১৫৭ জন নিহত হয়। এরপর প্রায় দুই বছর এ ধরনের আকাশযানকে উড়তে দেয়া হয়নি। সূত্র: আল জাজিরা, রয়টার্স, বিবিসি


শর্টলিংকঃ