এবার গোলাকার ফোনে সেলফি!


ইউএনভি ডেস্ক:

কনজিউমার ইলেক্ট্রনিক শোতে নতুন ডিজাইনের স্মার্টফোনের দেখা মিলেছে। স্মার্টফোনের চারকোনা ডিজাইন থেকে বেরিয়ে গোলাকার ফোন তৈরি করেছেন ক্রিস্টিনা সিয়ার। তার বানানো ফোনের নাম ‘সার্কেল ফোন’।

গোলাকার হওয়ায় ফোনটি দিয়ে সেলফি তোলা খুবই সহজ। প্যান্টের পকেটে রাখলেও তা বের হয়ে থাকে না। ছোট পকেটে সহজেই এটে যায় বলে পকেটমাররা সহজে ফোনটি নিতে পারবে না।

ক্রিস্টিনা জানান, ২০১৫ সালে তিনি ফোনটি তৈরির কাজে হাত দেন। এখনও  এর উপযোগী সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়নি বলে এটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। তাই ডামি সংস্করণটিই সিইএসে আনা হয়েছে। ফোনটি বাজারে আনতে আরও এক বছর সময় লাগবে।

ছোট হলেও ফোনটির মধ্যে দুটি হেডফোন জ্যাক রয়েছে। ফোনটিতে থাকবে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আইওএস বা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের বদলে ফোনটিতে থাকবে মোডিফাইড ইউজার ইন্টারফেইস।


শর্টলিংকঃ