কথাসাহিত্যিক শফিউদ্দিন সরদার আর নেই


নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরের বরেণ্য কথাসাহিত্যিক অধ্যক্ষ শফিউদ্দিন সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে শহরের শুকুলপট্রি এলাকায় নিজ বাসভবন ‘সরদার মঞ্জিলে’ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কথাসাহিত্যিক শফিউদ্দিন সরদার।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ বহু স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব গাড়িখানা জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জানা যায়, শফিউদ্দিন সরদার দীর্ঘদিন যাবত ফুসফুস ও কিডনীর জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। গত জানুয়ারি মাসে তাকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ১০ দিন তিনি আইসিইউতে ছিলেন।

বরেণ্য কথাসাহিত্যিক অধ্যক্ষ শফীউদ্দীন সরদার তার জীবদ্দশায় ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গবিজয় থেকে শুরু করে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ ১৭টি পৃথক উপন্যাস লিখেছেন।

 


শর্টলিংকঃ