করোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


ইউএনভি ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার কোভিড-১৯ এর টিকা কোভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। ‘ভারত বায়োটেক’ কোম্পানি কোভ্যাকসিন তৈরি করেছে।

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের টিকা প্রয়োগ এবং মোদি সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে গিয়ে প্রথম ডোজ নেন। এই পর্যায়ে ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হবে। সেই সঙ্গে ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাদের কোমর্বিডিটি রয়েছে, তাদেরও দেওয়া হবে ভ্যাকসিন।

গত ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকা প্রয়োগ শুরু হয়। এ পর্যন্ত প্রায় ১৫ মিলিয়ন মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে।

সরকারি হাসপাতালে করোনার ভ্যাকসিন বিনা মূল্যে দেবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের সর্বোচ্চ দাম আড়াইশো টাকা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।


শর্টলিংকঃ