খাবারের খোঁজে লোকালয়ে জোড়া হনুমান


নিজস্ব প্রতিবেদক :

খাবারের খোঁজে লোকালয়ে ছুটে এসেছে দু’টি হনুমান। গতকয়েক দিন ধরে হনুমান দু’টি পাবনা শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেতে দেখা গেছে।

বৃহস্পতিবার সকালে পাবনা সদর উপজেলার সাধুপাড়া বাজারে একটি টিনের ঘরের চালে দেখা মেলে এই দু’টি হনুমানের। হনুমান দু’টিকে দেখতে ভীড় করছেন শিশু-নারীসহ নানা বয়সের মানুষ। এলাকাবাসি জানায়, দেখতে আসা উৎসুক জনতার হৈ হুল্লোরে এই হনুমান দু’টি কখনও গাছের মগ ডালে অথবা বাড়ীর চালে বা ছাদে উঠে বসে। সবাই এই হনুমান দু’টিকে খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু খাওয়াতে পারছে না।

স্থানীয়দের ধারণা খাবারের খোঁজে এই হনুমান দু’টি কোনো যানবাহনের ছাদে চড়ে পাবনায় চলে এসেছে। এভাবে চলতে থাকলে দূর্বল হয়ে এই হনুমান দু’টির মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে হনুমান দু’টিকে বিভিন্ন এলাকায় দেখা গেলেও স্থানীয় বনবিভাগের কাউকে দেখা যায়নি উদ্ধার করতে। এ বিষয়ে পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জয়নাল আবেদীন বলেন, হনুমান দু’টিকে উদ্ধারের জন্য বনবিভাগকে জানানো হয়েছে।


শর্টলিংকঃ