খালেদের অস্ত্র ও মাদক মামলা ডিবি থেকে র‌্যাবে


ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দুটি মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি, উত্তর) থেকে র‌্যাবে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর)  এ খবর নিশ্চিত করেন র‌্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাশেম। এর আগে অস্ত্র মামলায় চারদিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় খালেদ মাহমুদ ভূঁইয়ার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রথমে গুলশান থানা পরে ডিবি উত্তর সবশেষে র‌্যাব খালেদ মাহমুদের অস্ত্র ও মাদক মামলা তদন্তের দায়িত্ব পেলো। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র‌্যাব। একই দিন তার মালিকানাধীন ইয়ংমেনস ক্লাবের অবৈধ ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক করা হয়।

অবৈধ ক্যাসিনো পরিচালনার দায়ে গ্রেফতার খালেদের বিরুদ্ধে গুলশান ও মতিঝিল থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক তিনটি মামলা (নং-২৩, ২৪ ও ২৫) এবং মতিঝিল থানায় তার বিরুদ্ধে আরো একটি মাদকের মামলা (নং-৩১) দায়ের করা হয়েছে।


শর্টলিংকঃ