গোদাগাড়ীতে দরিদ্রদের হাতে খাবার তুলে দিলেন বিজিবি


গোদাগাড়ী প্রতিনধি:

দরিদ্র পরিবারের হাতে খাবার তুলে দিলেন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকালে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বিজিবির গোদাগাড়ী ক্যাম্পের সদস্যরা কয়েকটি গ্রামের অসহায়দের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য সামগ্রী তুলে দেন।

বিজিবির সদস্যদের দেয়া খাবার পেয়ে চরম খুশি এলাকার তিন শতাধিক পরিবারের অসহায় মানুষ। নিরাপদ দূরত্ব বজায় রেখে সকলকে স্কুল মাঠে সারিবদ্ধ ভাবে লাইনে বসিয়ে এসব খাবার বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী গুলো হল চাল ৬ কেজি,ডাল আধা কেজি, তেল আধা লিটার, সুজি ২৫০ গ্রাম , বিস্কুট ২৫০ গ্রাম, আটা ২ কেজি, ৫০০ গ্রাম লবণ ৫০০ গ্রাম।

এ সময় উপস্থিত ছিলেন,সেক্টার কমান্ডার রাজশাহী কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএম,জি, কমান্ডিং অফিসার চাঁপাইনবাবগঞ্জ লেফটেন্ট কর্নল মাহাবুবুর রহমান পিএসি,সুবেদার আব্দুল বারী,নায়েক আহাদ আলী প্রমুখ।

ত্রাণ বিতরণ শেষে কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, বিজিবি সব সময়ই মানুষের কল্যাণে কাজ করে। বিজিবি সব সময়ই দেশের ক্লান্তিকালে মানুষের কল্যাণে মানুষের পাশে দাড়িয়েছে।

বর্তমান বাংলাদেশসহ গোটা বিশ্ব আজ ক্লান্তিকাল পার করছে। তাই আপনারা সরকারী সিদ্ধান্তকে অমান্য করে নিজেদের ক্ষতি ডেকে আনবেন না। আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করবেন। একান্ত জরুরী কাজ ছাড়া কেউ বের হবেন না। নিজের ও পরিবারসহ পুরো সমাজ তথা দেশকে রক্ষা করতে প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সকলেই সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। পরিস্কার পরিছন্নতা বজায় রাখবেন। বেশী করে পানি ও ভিটামিন সি জাতীয় খাদ্য খাবেন।

আরো পড়তে পারেনগোদাগাড়ীতে অবৈধ পুকুর খনন, ৯ জনের কারাদণ্ড


শর্টলিংকঃ