গোমস্তাপুরে আমবাগানে ক্ষত-বিক্ষত লাশ


নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেহেরুল নামে একজনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গোমস্তাপুর উপজেলার রাজারামুপর এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলো গোমস্তাপুর উপজেলার রাজারামপুর বালুগ্রাম এলাকার কবিরুল ইসলামের ছেলে মেহেরুল (৩৩)।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, মেহেরুল নাচোল উপজেলার একটি পেয়ারা বাগানে কাজ করতো। গতকাল সে বাসায় আসে। রাত আটটার দিকে সে বাড়ি থেকে বের হলে, রাতে সে আর বাসায় ফেরেনি। সকালে বাড়ির অদূরে একটি আমবাগানে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহেরুলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি দিলীপ কুমার দাস আরো জানান, মেহেরুলকে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এ বিষয়ে প্রাথমিকভাবে কিছুই জানাতে না পারলেও, দ্রুতই তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের মুখোমুখি করা হবে।

এদিকে, এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সিআইডির ক্রাইম সিনের একটি দল তদন্তে নেমেছে বলেও জানায় ওসি।


শর্টলিংকঃ