চাঁপাইনবাবগঞ্জে বন্দুকযুদ্ধে ১৭ মামলার আসামী আহত,পিস্তল ও মাদক উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড়ে ১৭ মামলার আসামী টুটুলকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে টুটুলসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন.সদর থানার এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল মোহন আলী। অপর দিকে আহত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী টুটুল একই উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার বজলু মোন্নার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান জানান,১৭ মামলার পলাতক আসামী টুটুলসহ ১০/১২জন সদর উপজেলার মেলার মোড়ে একটি নির্মানাধীন বাড়িতে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে টুটুল ও তার সহযোগিরা প্রথমে গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ।

গুলিতে ১৭ মামলার আসামী টুটুলের পায়ে গুলিবিদ্ধ হয় এবং ২ পুলিশ সদস্য সদর থানার এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল মোহন আলী আহত হয়। সেখানে থেকে একটি বিদেশী পিস্তল, দেশী অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আহত টুটুল ও ২ পুলিশ সদস্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


শর্টলিংকঃ