বাগমারায় ৪ কোটি টাকা ব্যয়ে মাদ্রাসা ভবনের উদ্বোধন


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে এর ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ কার্যপরিচালনা কমিটির প্যানেল স্পিকার ইঞ্জিনিয়ার এনামুল হক।

মাদ্রাসার ভিত্তি প্রস্তরের নাম ফলক উন্মোচন

“নিবার্চিত বেসরকারী মাদ্রাসা সমূহের উন্নয়ন”শীর্ষক প্রকল্পের আওতায় ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনটি প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহী।

প্রধান অতিথি প্রথমে মাদ্রাসার ভিত্তি প্রস্তরের নাম ফলক উন্মোচন করেন। এরপর কোদালের কোপ দিয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর সহকারী প্রকৌশলী আমির আলী দেওয়ান, উপজেলা এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার মাওঃ জিল্লুর রহমান, উপাধ্যক্ষ ড. ওয়ারেছ আলী, মাদ্রাসার সভাপতি প্রভাষক জিল্লুর রহমান, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম হেলাল, সদস্য হাচেন আলী, জেলা পরিষদ সদস্য মাহাবুদুর রহমান রেজা, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, আ’লীগ নেতা সাহারিয়া, ফরিদ উদ্দীন সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

 বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন

বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত খেলাটির উদ্বোধন করেন প্যানেল স্পিকার।

প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন

উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম হেলাল, সদস্য হাচেন আলী, জেলা পরিষদ সদস্য মাহাবুদুর রহমান রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, আ’লীগ নেতা সাহারিয়া, ফরিদ উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান মটর, সাধারণ সম্পাদক জাহানারা বেগম সহ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষকবৃন্দ।

উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বালিকা দল হিসেবে অংশ গ্রহণ করে গনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়। বালক পর্যায়ে অংশ গ্রহণ করে বাঁইগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং খোদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

খেলায় বালকদের মধ্যে বাঁইগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮-০ গোলের ব্যবধানে খোদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে গনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে। বালিকা দল হিসেবে গনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এবং বালক দল হিসেবে বাঁইগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে।

বাগমারার খাঁপুর গ্রামে ১৮৬ বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

“শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এ স্লোগানকে সামনে রেখে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির প্রচেষ্টায় শতভাগ বিদ্যুৎ সংযোগের পথে বাগমারা। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খাঁপুর গ্রামের ১৮৬ টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।

নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

এ উপলক্ষে ইউনিয়নের খাঁপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ কার্যপরিচালনা কমিটির প্যানেল স্পিকার ইঞ্জিনিয়ার এনামুল হক। ইউনিয়ন যুবলীগ নেতা হাফিজুর রহমান বাবুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাগমারা জোনাল অফিসের ডিজিএম সুলতান উদ্দীন, ওয়ার্ড আ’লীগ নেতা আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য উপাধ্যক্ষ আব্দুল বারীক, হাচেন আলী, জেলা পরিষদ সদস্য মাহাবুদুর রহমান রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, আ’লীগ নেতা সাহারিয়া, ফরিদ উদ্দীন, রেজাউল করিম রেজা, যুবলীগ নেতা মাহাবুর রহমান মিঠু প্রমুখ।

এ সময় আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাগমারা জোনাল অফিস সূত্রে জানাগেছে খাঁপুর গ্রামের ১৮৬ বাড়িতে ৩.৫৯৬ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করতে ব্যয় হয়েছে ৬৪ লাখ ৭২ হাজার ৮ শত টাকা।

বাগমারায় দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান

রাজশাহীর বাগমারায় দলিল লেখক সমিতির নব-নর্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ১২ টায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির উদ্যোগে সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় শপথ বাক্য পাঠ করান রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ কার্যপরিচালনা কমিটির প্যানেল স্পিকার ইঞ্জিনিয়ার এনামুল হক।

দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল ও বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য উপাধ্যক্ষ আব্দুল বারীক, হাচেন আলী, জেলা পরিষদ সদস্য মাহাবুদুর রহমান রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, আ’লীগ নেতা সাহারিয়া, ফরিদ উদ্দীন।

সমিতির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সদস্য শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি অহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম শামীম মীর, সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, সদস্য নইমুদ্দীন, আফজাল হোসেন, আমজাদ হোসেন, মকলেছুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।


শর্টলিংকঃ