চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও কর্মপরিকল্পনা


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

মাদকমুক্ত জেলা গঠনের লক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়তে ৩ বছরব্যাপী কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সভা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. নূর-উর-রহমান।

জেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান।

৩ বছরব্যাপী মাদক মুক্তির কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খাঁন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীরা।

সমাবেশে মাদক প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনা, সমস্যা, মাদকমুক্ত সমাজ গঠনে করনীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। সভা শেষে উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথবাক্য পাঠ করান, রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. নূর-উর-রহমান।


শর্টলিংকঃ