চাঁপাইয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ তিন মাদকব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৯২০ বোতল ফেনসিডিল ও ১ হাজার ৯৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন জন মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসব ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি  মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা কোচ শ্রমিক কল্যাণ সমিতির অফিস ভবনের সামনে অভিযান চালিয়ে ১ হাজার ৯৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

এসময় মাদক ব্যবসায়ী সুন্দরপুর বাগডাঙ্গা এলাকার আরসাদ আলীর ছেলে মো. ছবির আলীকে (২৮) আটক করা হয়।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, বুধবার ভোরে গোমস্তাপুর উপজেলার নুনগোলা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান হতে ৯শ ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

পরে ফেনসিডিলের মালিক শিবগঞ্জ উপজেলার দড়িগাছি গ্রামের তোফাজ্জল হকের ছেলে মো. সোহেল রানা (২৫) ও গোমস্তাপুর উপজেলার তেতুল তলা-ভাটাপাড়ার ইলিয়াস আলীর ছেলে রহমত আলী (২৩) কে আটক করা হয়।


শর্টলিংকঃ