চাঁপাইয়ে নসিমন উল্টে ধানকাটা শ্রমিক নিহত


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান কাটতে যাবার সময় নসিমন উল্টে রমজান আলী (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত রমজান আলী শিবগঞ্জ উপজেলার চককির্ত্তী ইউনিয়নের লাওঘাটা গ্রামের মৃত খোয়াজ উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার (২মে) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

চাঁপাইয়ে নসিমন উল্টে ধানকাটা শ্রমিক নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, আজ (২মে) ভোরে লাওঘাটা হতে নসিমন যোগে কয়েকজন শ্রমিক ধান কাটার জন্য বরেন্দ্র এলাকায় যাচ্ছিল।

কিছুদুর গিয়ে বিমর্ষি এলাকায় নসিমনটি নিয়ন্ত্রন হারিয়ে একটি খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই রমজান আলী নিহত হয় এবং চালক শরিফুলসহ আরও কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


শর্টলিংকঃ